South east bank ad

বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে নেত্রকোণায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসে কর্মসূচির শুরুতে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

জেলা প্রশাসক (ডিসি) কাজি মোঃ আব্দুর রহমান ও পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী সাতপাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়।

পরে শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুকিশোররা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে।

বেলা সাড়ে ১১ চায় স্থানীয় পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামণা করে মসজিদে মসজিদে মুননাজাত করা হয়।

দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ভবন এবং মোক্তারপাড়া ব্রিজ থেকে সাতপাই শহীদ স্মুতি সৌধ পর্যন্ত সড়কে আলোক সজ্জা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: