নাটোরে শিশু শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসিফ (৮) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের একটি কচু ক্ষেতের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আসিফ ওই পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে এবং সে পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আসিফ বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। তাকে কোথাও না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে আসিফের নিখোঁজের বিষয়টি জানানো হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির প্রায় ৬শ গজ দুরে এক কচু ক্ষেতের মধ্যে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু আসিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ সহ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।