পতাকা আমায় জানে
কবি : মনদীপ ঘরাই
পতাকা শিখবে?
দেখে নিও মন ভরে;
সবুজ ঘাসের নরম কপালে
লাল টিপ হাসিমাখা।
শিখে নেবে স্বাধীনতা?
রোদ মাখা বাসি পান্তা-মরিচে
ক্ষুধাটা জিইয়ে রাখা।
শেখাই তোমায় দেশ?
আলসে দুপুরে
ঘুমন্ত জলে
প্রতিবিম্বই শেষ।
আমিই বাংলাদেশ…
ঘাসে ঘাসে আমি মুক্তি খুঁজি না কোনো।
একাত্তর আর স্বাধীনতা আমি;
আমার গল্প শোনো।
এই পতাকা আমায় টানে;
এই পতাকা আমার অতীত আলোর
-সবটুকু ভালো জানে।
সবটুকু ভালো জানে।