শিরোনাম

South east bank ad

ধুনটে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদক সহ ৭ নেতাকে অব্যাহতি

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল, সদস্য নজরুল ইসলাম, হায়দার আলী, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা ও গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে উল্লেখিত নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

এ বিষয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন বলেন, দল থেকে অব্যাহতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। এখনো অব্যাহতি পত্র হাতে পাইনি। তবে দল থেকে অব্যাহতির বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি তিনি।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত করে ঘটনার সত্যতার প্রমান পেয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ৭ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: