ধুনটে স্বামীর ঘরে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ!
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে সোহাগী খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত সোহাগী খাতুন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তার মৃত্যুর বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
নিহতের পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সোহাগী খাতুনের সাথে তার স্বামীর পারিবারিক বিষয়াদি নিয়ে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামীর ঘরে ঘুমোতে যায় সে। রাত ২টার দিকে শহিদুল ইসলাম তার স্ত্রীকে বিছানায় না পেয়ে ঘরের আলো জ্বালান।
এসময় তিনি তার স্ত্রী সোহাগী খাতুনকে ঘরের তীরের সাথে ওড়না গিয়ে গলা পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।