শিরোনাম

South east bank ad

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম,(রাজবাড়ী):

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অপর্ণ, নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন এবং সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।পরে মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর একটি শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি শহরের লোকসেড বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাপ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল আজম মামুন, সাবেক প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. উজীর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমা সেন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: