শিরোনাম

South east bank ad

কোস্টগার্ডের শীতবস্ত্র ও চিকিৎসাসেবা পেল তিন শতাধিক মানুষ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আর এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৩ ডিসেম্বর) চাঁদপুরে মেঘনা নদীপাড়ের হাইমচরের লামচর এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিন শতাধিক দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং একই সঙ্গে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে এমন মানবিক সেবা পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রা।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের উপকূল ও দুর্গম চরাঞ্চলের দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসাসেবার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের হাইমচরে তিন শতাধিক মানুষকে এমন মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

এদিকে, চাঁদপুরের হাইমচরে এই কার্যক্রমে চিকিৎসক হিসেবে অংশ নেন, কোস্টগার্ডের লে. কমান্ডার ডা. ইমরান জুয়েল, লে. ডা. জান্নাতুল ফেরদৌসসহ একদল চিকিৎসক। তাদেরকে সার্বিক সহযোগিতা করেন, চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান এবং কোস্টগার্ডের অন্যান্য সদস্যরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: