বানিয়াচংয়ে দাঙ্গা মুক্ত রাখতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের বানিয়াচয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দাঙ্গা মুক্ত রাখতে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার এসএম মুরাদ আলী দিক-নির্দেশনায় বিথঙ্গল পুলিশ ফাড়ীতে কর্মরত এসআই হুমায়ুন কবির, এএসআই টিপু মিত্র সহ একদল পুলিশের সহায়তায় উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের অন্তর্গত পৈলারকান্দি গ্রামে প্রায় ৫ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে প্রায় দেড়সহস্রাধিক দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রামদা, টেটা, ফিকল, ঢাল, ছুরফি, লাঠি রয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করিয়া থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।