শার্শা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের শার্শা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও প্রশাসন) সাইফুল ইসলাম।
শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খানের সভাপতিত্বে অন্যান্যাদের উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ আল ভূইয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।