জনস্বাহ্য প্রকৌশল অধিদপ্তরের নব নির্মীত ভবন উদ্বোধন
মোঃ মাসুদ রানা, (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাহ্য প্রকৌশল অধিদপ্তর এর নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়ছে। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর)বিকেলে ফিতা কেটে অনুষ্ঠানিক ভাবে ভবনের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন,পঞ্চগড় জেলার জনস্বাস্হ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মোঃ নাইমুল এহসান,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ মোঃ হুমায়ুন কবীর,উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ,এ কে এম মেহেদী হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক তত্বাবধান করেছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হৃষিকেশ রায়।