শিরোনাম

South east bank ad

২৬ দিন ব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণের সমাপনী

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিম জামান, (সাতক্ষীরা):

সাতক্ষীরা সদর উপজেলা ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় অনুষ্ঠিত ২৬ দিন ব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন ২০ জন বেকার ছেলে-মেয়েদেরকে নিয়ে শুরু হওয়া ২৬ দিন ব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি হলো সবচাইতে বড় শক্তি। যেকোনো দেশের উন্নতির প্রধান হাতিয়ার হচ্ছে তথ্যপ্রযুক্তি। এই তথ্য প্রযুক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে।

বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। আইটি সেক্টরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা বেশি বেশি করে আউটসোর্সিংয়ে দেশের উন্নয়নে কাজ করবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্যেক্তা তৈরি করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ১ জন ছেলে ও একজন মেয়ের কাছে তাদের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন- আমরা ২৬দিনে মার্কেট পেলেস ও ইউটিউব সম্পর্কে যা জানতে পেরেছি সেটি আমাদেরকে আউটসোর্সিং কাজে সহায়তা করলেও ব্যপক ভাবে কাজ করতে হলে আমাদেরকে আরও বিষয়ভিক্তিক ট্রেনিং এর প্রয়োজন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ^স্থ করেন যে- তিনি বিষয়টি খেয়াল রাখবেন, সুযোগ হলে সকলকে আরও এধরনের প্রশিক্ষণে সংযুক্ত করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- প্রোপ্রামার শরিফুল ইসলাম, সদর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবু বিশ্বাস, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: