শত বাধা পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : এমপি মুকুল
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি) :
দৌলতখানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় দৌলতখান উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক জনগোষ্ঠী, নাপিত, মুচি, বাশ-বেত এর কর্মীদের মধ্যে ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, যুগ্ম-সম্পাদক গোলাম নবী নবু, সাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ১২৪ জন সুবিধা ভোগির মাঝে চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, মাননীয় জননেএী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, গ্রাম হবে শহর, এই দেশটা শত বাধা পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির মধ্যেও জননেএী শেখ হাসিনার দক্ষতাপূর্ণ নেতৃত্বে এশিয়ার অনেক দেশকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপজেলা সমাজ সেবা অফিসার বাহাউদ্দিন পারভেজ(অঃদাঃ) এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে খাবার, নগদ টাকা, ঢেউটিন বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তর থেকে ১২জন পক্ষাঘাতগ্রস্থ (প্রতিবন্ধি)ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। রাত ৮টায় দলিল উদ্দিন খায়ের হাট ও মৃর্ধাবাড়ির দরজায় পৃথক নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন করেন।