শিরোনাম

South east bank ad

ওয়েল ফুড কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য ও বেকারিপণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ওয়েল ফুড কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিসিক কালুরঘাট ভারী শিল্প এলাকায় ওয়েলফুড কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে কাজীর দেউরী, চকবাজার ও কর্ণফুলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় চকবাজারের একটি দোকানে পলিথিন ব্যাগ পাওয়ায় দোকানদারকে ৫০০ টাকা ও মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করার অপরাধে দুই দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বর্জনের জন্য বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদেরকে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: