শিরোনাম

South east bank ad

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা)

১৯৭১ থেকে ২০২১ স্বাধীনতার ৫০ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাঙালি জাতি উদযাপন করতে যাচ্ছে মহান বিজয় দিবস ২০২১।

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক ১৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২১ তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

১৬ ডিসেম্বর প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস-২১ এর শুভ সূচনা এবং বিকাল ৪ টায় দেশব্যাপী জাতীয় কর্মসূচির আলোকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র জাতির শপথগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন। এরই ধারাবাহিকতায় বরগুনায় সার্কিট হাউজ ময়দানে সর্বস্তরের সকল শ্রেণী-পেশার প্রায় ১৫ হাজার মানুষ একযোগে শপথ গ্রহণ করবেন।

১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজয় মেলা-২১ এবং প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে চলবে বর্ণাঢ্য লোক সংস্কৃতি উৎসব। থাকবে আঞ্চলিক গান, বাউল গান, যাত্রাপালা ও বর্ণিল আতশবাজি উৎসব।

১৮ ডিসেম্বর দিনব্যাপী চলবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান।

ওই দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সকাল ১০ টার দিকে বরগুনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প কার্যক্রমের সূচনা করবেন। এর পরপরই সার্কিট হাউজ ময়দানে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তীর বিস্তারিত কর্মসূচির উদ্বোধন এবং দিবসের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচিতে রয়েছে- জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, সর্বস্তরের সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা।

জেলার ১২৫০ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান, ১০০ জন অসুস্থ বীরমুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান, ১০০ জন আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান, ১০০ জন ভিক্ষুককে পুনর্বাসন, ১০০ জন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান, সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান, বৃক্ষরোপণ এবং ৫০ হাজার ফলদ-বনজ-ওষুধি গাছের চারা বিতরণ, একটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুইটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন আমন্ত্রিত প্রধান অতিথি।

এছাড়াও জেলা প্রশাসক হাবিবুর রহমানের ব্রেইনচাইল্ড কর্মসূচির আয়োজনে সহায়তা করছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা সমাজ কল্যাণ পরিষদ।

সার্কিট হাউজ ময়দানে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যায় রয়েছে মনমুগ্ধকর সুবর্ণজয়ন্তী কনসার্ট ও বর্ণিল আতশবাজি উৎসব। এতে বরগুনার সর্বস্তরের সকল শ্রেণী-পেশার মানুষ জেলা প্রশাসনের সকল বর্ণাঢ্য কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: