ফুলবাড়িয়ায় ভোক্তা সংরক্ষণের বাজার পরিদর্শন : ৪১ হাজার ৫শ টাকা জরিমানা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ সোমবার (১৩ ডিসেম্বর) ফুলবাড়িয়ার দুটি বাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মোঃ লেলিমুজ্জামান লেলিন।
জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের ফুলবাড়িয়া উপজেলা সদর ও সদরের বাহিরে ছনকান্দা মিলন বাজার পরিদর্শন করেন। এ সময় ছনকান্দা (মিলন বাজার) বাজারের মাহিম ফুড প্রোডাক্টস ২০ হাজার টাকা, নিউ আসা বেকারী ১৫ হাজার টাকা, ফুলবাড়ীয়া মেইন রোডের তৃপ্তি মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা ও হোটেল আঃ খালেক কে ১ হাজার ৫শ টাকা মোট ৪১ হাজার ৫শ টাকা নগদ জরিমানা আদায় করা হয়।