ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-২
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সাভ্যানের দু’যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঈশ্ববরদী উপজেলার সড়াইকান্দি গ্রামের মৃত আছের আলীর ছেলে সেলিম সর্দার (৩৫) ও নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল গণির ছেলে রাকিব হোসেন (৩৫)।
দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অনুরোধে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে একটি কাভারভ্যান চারজন যাত্রীবাহী একটি রিক্সাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সাভ্যানের ২ যাত্রী মারা যায় এবং আরো ২ জন আহত হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার জানান, লাশ দু’টি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।