পাবনায় আওয়ামী লীগের ৮ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
পাবনায় ৪র্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৮ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদিন মালিথা, সহসভাপতি আজমত আলী বিশ্বাস, সদস্য সিদ্দিকুর রহমান খান, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মুতাই, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাজেদ আলী মোল্লা, মালঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জালাল মোল্লা, দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হাসান ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিন্নাহ মন্ডল।