কৃষি জমির মাটি কাটলেই জেল-জরিমানা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মোকাব্বর হোসেন (৪০) নামে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করার পরও বন্ধ না করায় পুনরায় অভিযান চালিয়ে ২টি মাটিবাহি ট্রাক আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে রবিবার দুপুরে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। পরে ভ্রাম্যমান আদালতে পারতেখুর মধ্যপাড়ার মৃত মুনছুর রহমানের ছেলে মাটি ব্যবসায়ী মোকাব্বর হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মাটি কাটতে নিষেধ করেন ইউএনও আসিফ আহমেদ। কিন্তু ইউএনও’র নিষেধ অমান্য করে জরিমানার পরের দিনই রবিবার ভোর থেকে আবারো মাটি কাটতে থাকেন মোকাব্বর হোসেন। খবর পেয়ে রবিবার বেলা ১২টার দিকে পুনরায় অভিযান চালিয়ে মাটিবাহী ২টি ট্রাক আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ।
জানা গেছে, উপজেলার মাঝিড়া, আশেকপুর, চোপীনগর, খোট্টাপাড়া, মাদলা, আড়িয়া, আমরুল ইউনিয়নে শতাধিক মাটির পয়েন্ট রয়েছে। প্রতিবছর এই সমস্ত মাটির পয়েন্ট থেকে এসকেভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি কেটে ট্রাক ভর্তি করে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়। ফলে এক একটি মাটির পয়েন্ট ৩০-৪০ ফুট পর্যন্ত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মৌসুম শুরু হলেও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবছর এখন পর্যন্ত এসকেভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি উত্তোলন শুরু হয়নি। তবে আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে কোদাল দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা শুরু করেছে কিছু কিছু মাটি ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, ভূমি আইন অমান্য করে কেউ মাটি কাটলেই তাকে ভ্রাম্যমান আদালতের আওতায় নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হবে।