ফুলবাড়িয়ায় প্রতিবন্ধি ৩য় শ্রেণির শিক্ষার্থী অন্ত:সত্বা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা গ্রামের মানসিক প্রতিবন্ধি ৩য় শ্রেণির শিক্ষার্থী (১৩) ছয় মাসের অন্ত:সত্বা হয়েছে। এ ঘটনায় প্রতিবন্ধির মা আসমা খাতুন বাদী হয়ে পাশ্ববর্তী ভালুকজান গ্রামের হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) কে আসামী করে গত ১১ ডিসেম্বর (শনিবার) মামলা দায়ের করেছেন। প্রতিবন্ধি ঐ শিক্ষার্থী উপজেলা সদরের এক প্রতিবন্ধী স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।
থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এসআই জ্যোতিশ চন্দ্র দেব।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাকতা গ্রামের প্রতিবন্ধি ঐ শিক্ষার্থীর বাড়ীর পাশে তার চাচা আ: কদ্দুছের ঘরের ভিটিতে মাটি আনার জন্য ৬/৭ মাসে আগে পাশ্ববর্তী গ্রামের ভালুকজান গ্রামের হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) আসা যাওয়া করত। প্রতিবন্ধি শিশু শিক্ষার্থীর মা আসমা খাতুন তার মায়ের অসুস্থতার কারনে বাপের বাড়ী চলে যায়। এ সুযোগে শহিদুল ইসলাম প্রতিবন্ধি শিশু শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে ধর্ষন করলে সে অন্ত:সত্বা হয়ে যায়। ৩/৪ দিন আগে প্রতিবন্ধি শিশুর মা বাড়ীতে আসলে বিষয়টি জানাজানি হয়।
প্রতিবন্ধী ঐ শিশু শিক্ষার্থীর চাচী লাইলী বেগম জানান, ঘরের ভিটিতে মাটি উত্তোলনের জন্য এসে শহিদুল বাড়ীতে আসা যাওয়া করতো। শিশুটির মা বাড়ীতে না থাকায় শহিদুল ফুঁসলিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে ধর্ষন করে। ধর্ষিতা শিশুটির সাথে কথা বললে সে শুধু বেকুগাড়ীর কথা বলতে পারে।
ফুলবাড়িয়া থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা জ্যোতিশ চন্দ্র দেব জানান, প্রতিবন্ধি অন্ত:সত্বার ঘটনায় শহিদুল ইসলাম (৩০) কে আসামী করে প্রতিবন্ধি শিশুটির মা গত ১১ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।