শিবচরে র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান মাদক সহ ব্যবসায়ী গ্রেফতার
আরাফাত হাসান, (মাদারীপুর) :
র্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।
এরি ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১১ ডিসেম্বর রাত ১১.৩৫ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন উৎরাইল গ্রামস্থ নিয়ামত খা, পিতাঃ মৃত নান্দু খা এর বাড়ীর পশ্চিম পাশে খাড়াকান্দি হইতে শিরুয়াইল গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সোহেল শেখ(৩৬), পিতাঃ আঃ গণি শেখ, মাতাঃ রাহেলা বেগম ,সাং-বাবর আলী মল্লিককান্দি,ইউ.পি-কাঁঠালবাড়ী, ডাক-চর জানাযা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর তাকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০(দশ) কেজি ৭০০গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল,০১টি হেলমেট, ০১টি মোবাইল, ০২টি সীমাকর্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, গ্রেফতার কৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্যের পাইকারীভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উল্লেক্ষ্যযে, যে তার বিরুদ্ধে ঢাকা,কুমিল্লা,মাদারীপুের ৪টি মাদাক মামলা চলমান আছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। ।
র্যাব-৮ এর জানান এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।