শিরোনাম

South east bank ad

চরফ্যাশনে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংলাপ

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম, (চরফ্যাশন) :

ভোলার চরফ্যাশনে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকূলীয় সমুদ্র সম্পদ আহরণের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে পরিবেশ অধিদপ্তর এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে জনপ্রতিনিধি, বন বিভাগ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিগন উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়৷

প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক- আব্দুল মালেক মিয়া, প্রফেসর ড. নিয়ামুল নাসের, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণের এক বিপুল সম্ভাবনা উন্মোচিত হয়েছে, যা এক কথায় ব্লু-ইকোনোমি নামে সম্পদ আহরণের পাশাপাশি সাগরের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: