মুকসুদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে র্যালি ও আলোচনা সভা
মেহের মামুন, (গোপালগঞ্জ ):
গোপালগঞ্জের মুকসুদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান। সঞ্চলনা করেন আইসটি প্রোগ্রামার আব্দুল বাতেন।