শিরোনাম

South east bank ad

গৌরীপুরে হ্যাচারি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপী হ্যাচারী আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোবাবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। প্রশিক্ষণের প্রথমদিন হ্যাচারী মালিক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র পরিচালক ড. ফজলুল কাবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেলে হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, রাজ মৎস্য খামারের পরিচালক ফেরদৌস হাসান, মা মৎস্য ফিসারি, হ্যাচারি এন্ড ডেইরি’র পরিচালক সুবীর হোম চৌধুরী, বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক যতীন্দ্র চন্দ্র বর্মণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: