’ডিজিটাল বাংলাদেশ দিবস’এ ফুলবাড়িয়ায় আলোচনা সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। এতে সরকারী অফিসের অফিস প্রধান/প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা অংশ নেন। এর আগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।