এমআইএসটিতে মেগাস্ট্রাকচার বিষয়ক আন্তর্জাতিক সেমিনার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে (১২ ডিসেম্বর ২০২১) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর পুরকৌশল অনুষদ কর্তৃক "International Seminar on Megastructures" শীর্ষক অনলাইন সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে দেশ ও বিদেশের পুরকৌশল বিষয় সংশ্লিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ, শিক্ষক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সম্মানিত সচিব এই অনুষ্ঠানের অন্যতম মূল বক্তার ভূমিকাও পালন করেন। এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম নজরুল ইসলাম, পিএইচডি সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের স্বনামধন্য প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত, কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোন্সেফএল নেহেদি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসেন মোঃ শাহীনমূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
তিন ঘন্টাব্যাপী এই সেমিনারে বিজ্ঞ বক্তাগণ দেশ-বিদেশের বিভিন্ন মেগাস্ট্রাকচার প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিচালনা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এবং তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। উক্ত আলোচনায় বর্তমানে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং দেশ ও বর্হিবিশ্বের বিভিন্ন মেগাস্ট্রাক চার প্রকল্পের নির্মাণ কৌশল ও বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ তুলে ধরা হয়।