পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম খানের খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে নিহতের পিতা মোজাম্মেল হক খান বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়ের পর থেকেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওসি আরো জানান, শনিবার ঘটনার পর ভাঁড়ারা ইউপির নলদহ এলাকা থেকে পুলিশ বিদেশী রিভলভার ও গুলিসহ দু’জনকে আটক করে। তারাও এই মামলার এজাহারভুক্ত নামীয় আসামী। এছাড়াও এ দু’জনের বিরুদ্ধে আগেই শনিবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।
এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর ঘটনায় ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার সকাল ৯ টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারা বট তলা এলাকায় দু’স্বতন্ত্র প্রাপ্তি ইয়াছিন আলম ও সুলতান মাহমুদ এবং নৌকা প্রতীকের আবু সাইদ খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলম মারা যান।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।