গৌরীপুরে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিম উদ্দিন
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউপি হেডকোয়ার্টার, মাওহা বাজার, পালুহাটি বাজার সড়কে দ্ইু কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকালে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি থেকে এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, গৌরীপুর ইউপি হেডকোয়ার্টার, মাওহা বাজার, পালুহাটি বাজার সড়কে ৫৮৭০ চেইনেজ থেকে ৭৪৭০ মিটার (দুই কিলোমিটার) সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। নির্মাণ কাজের প্রাক্কলিক ব্যয় ২ কোটি ২৮ লাখ ১২ হাজার ৮১ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান জে এস ট্রেডিং ২ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৪৭৬ টাকায় চুক্তিবদ্ধ হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম সামদানী সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি মোঃ শহীদুল্লাহ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ।