আটোয়ারীকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা
মোঃ মাসুদ রানা, (পঞ্চগড়):
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার উপযুক্ততা অর্জনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে পুর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার উপযুক্ততা অর্জনে করনীয় সম্পর্কে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার, মোঃ ছাইফুল আলম, জেলা শতভাগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও আঞ্চলিক উপ-কমিশনার , দিনাজপুর অঞ্চল মোঃ আরিফ হোসেন চৌধুরী (মানিক), আরো বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট কমিশনার ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সেক্রেটারী ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান প্রমুখ। সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ ডিসেম্বর হতে পরবর্তী তিনদিন গ্রুপ ক্যাম্প এবং ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দলসহ ক্যাম্পেইনের মাধ্যমে আটোয়ারী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করার সিদ্ধান্ত হয়।