করোনাকে হার মানিয়েছে সুবর্ণ জয়ন্তী কনসার্ট ও মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট
এম.এস রিয়াদ, (বরগুনা):
করোনা মহামারী কিছুটা কমলেও এখনো মৃত্যুর হার কমেনি। এরইমধ্যে আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান এর উদ্যোগে সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
আমতলী এ কে হাই স্কুল মাঠে গতকাল শনিবার (১১ ডিসেম্বর ২০২১) বিকেল ৩ টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আমতলী পৌরসভা ও আমতলী সদর ইউনিয়ন। এতে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে দেখা গেছে নাইজেরিয়ান ফুটবলারদের।
আমতলী সদর ইউনিয়নকে পরাজিত করে এক গোলে চ্যাম্পিয়ন হন আমতলী পৌরসভা। এ যেন করোনা মহামারীকে হার মানিয়ে দিয়েছে। স্বাস্থ্যবিধির ছিলনা কোনরকম ছোঁয়া।
ফুটবল টুর্নামেন্ট শেষে সন্ধ্যার পরে আমতলী পৌরসভা প্রাঙ্গন চত্বরে বিশাল কনসার্টের আয়োজন করে আমতলী পৌরসভা। এতে শিল্পী হিসেবে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বিন্দু কনা, বরগুনার নিঝুম সহ অনেক অতিথি শিল্পী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদ, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আমতলী পৌর মেয়র মোঃ মতিউর রহমানের কাছে স্বাস্থ্যবিধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আমার নিজের মাস্কটাই তো ফেলে দিয়েছি, অন্যকে কি বলবো!