ন্যাশনাল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের পিতা মকফর উদ্দীন সিকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপ এর চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর পিতা আলহাজ্ব মরহুম মকফর উদ্দীন সিকদার এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার (১১ ডিসেম্বর) কবর জিয়ারত, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি, ব্যাংকের পরিচালক ও সিকদার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক রনহক সিকদার, জেফরি সিকদার, শন হক সিকদার, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুলহক শামীম, এমপি এবং সিকদার গ্রুপ এর সিও ও সৈয়দ কামরুল ইসলাম মোহন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার (খোকা সিকদার)।
দোয়া মাহফিলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের জন্য ও বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত শেষে দরিদ্র, এতিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫০০০ কম্বল, ১০০০ জায়নামাজ ও ১০০০ টিফিন বক্স বিতরণ করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি। এছাড়া স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ৫০০ মুজিব কোট বিতরণ করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষের জন্য গণভোজের অয়োজন করা হয়। এই আয়োজনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, মানব সম্পদ বিভাগের প্রধান শেখ আকতার উদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদও উপস্থিত ছিলেন। শরীয়তপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান রাড়ি, ডামুড্যা উপজেলার চেয়ারম্যান মোঃ আলমগীর মাঝি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার আরও অনেকে।