শিরোনাম

South east bank ad

রংপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের হাঁড়গোড়

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (রংপুর):

রংপুরের বদরগঞ্জে নদীর পুনঃখননে পাড়ের মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসা মানুষের হাঁড়গোড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা ঘৃনই নদীর নাওগাড়া এলাকা থেকে হাঁড়গোড়গুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দেখতে সেখানে ভিড় করেন। তবে হাঁড়গোড়গুলো কত দিন আগের তা আন্দাজ করতে পারেনি স্থানীয় লোকজন। ঘটনাস্থল পরিদর্শন করেন বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক।

থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড থেকে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করা হয়। এর মধ্যে নাওগাড়া এলাকায় স্কেভেটর মেশিন দিয়ে খনন কাজ করার সময় মানুষের হাঁড়গোড় বেরিয়ে আসে। পরে খবর পেয়ে দেখতে ছুটে আসেন স্থানীয় লোকজন। বাবুল মিয়া নামে ওই এলাকার এক ব্যক্তি বলেন, নদীর মাটি কাটার সময় মানুষ মাথার খুলি, হাঁড়-হাড্ডিসহ বিভিন্ন হাঁড়গোড় দেখতে পাওয়া যায়। তবে হাঁড়গোড়গুলো কত দিন আগের তা অনুমান করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসী আশরাফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা হয়তো কোন মানুষকে হত্যার পর নদীর পাড়ে লাশ পুতে রেখে যায়।

উপ-পরিদর্শক(এসআই) সাদ্দাম হোসেন বলেন, ‘স্থানীয় কেউ কেউ বলছে কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময়কালে পুতে রাখা। তবে অতদিন আগের হাঁড়গোড় পঁচে নষ্ট হয়ে যাওয়ার কথা। এ জন্য সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাদের পরিবারের লোকজনের সঙ্গে ম্যাচিং করে তা মেলানো সম্ভব হবে বলে জানান তিনি।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘হাঁড়হাড্ডিগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: