ত্রিশালে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আব্দুল্লাহ আল ফাহাদ, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া বালুর মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালুর মোড় এলাকায় শনিবার(১১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সুমন মিয়া নামে এক যুবক মোটরসাইকেল যোগে ময়মনসিংহ যাওয়ার পথে বালুর মোড় এলাকায় অপর একটি মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া নিহত হন। এসময় আহত হন আরো চারজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিং মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। নিহত সুমন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।