ফুলবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চারদিনের ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর ২০২১) সকাল ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। উপজেলা পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে একজন শিশুকে একটি ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, ইপিআই টেকনিশিয়ান মো: জাহাঙ্গীর আলম, ফুলবাড়িয়া এপি’র ম্যানেজার জেমস বিশ্বাস প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ইপিআই সূত্রে জানা যায়, ৬মাস হতে ৫৯ মাস বয়সী ৬০হাজার ৯৫০জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়া হবে। চারদিনে ৩২২টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পের সমাপ্তি হবে। শনিবার ৮২টি কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়া হচ্ছে।