শিরোনাম

South east bank ad

পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট নির্মাণ কাজের উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সমাবেশ।

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর):

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) মাদারীপুর হানাদার মুক্ত দিবসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট নির্মাণ কাজের উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশ স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের গণসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার এর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ, ক,ম মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শাজাহান খান এমপি, সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।

বিশেষ অতিথি ছিলেন- ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক মাদারীপুর। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, খলিল বাহিনীর প্রধান ও সাবেক চেয়ারম্যান মাদারীপুর পৌরসভা। এসময় মাদারীপুর জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে মাদারীপুর মুক্ত দিবস উপলহ্মে নির্মিতব্য বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান পরিদর্শন ও শহীদ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন এর কবর জিয়ারত, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আ ক ম মোজাম্মেল হোসেন এম,পি ও স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি,মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ মুক্তিযোদ্ধাগন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: