নালিতাবাড়ীর নন্নীবাজার-মধুটিলা সড়কে ব্রীজ ভেঙ্গে যাওয়ায় বাড়ছে সমস্যা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর জেলা):
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির ধুপাকুড়া এলাকায় ব্রীজ ভেঙ্গে পড়ায় দূর্ভোগ দেখা দিয়েছে।
জানাগেছে-উপজেলার অন্যতম এলজিইডি'র ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্কে চলাচলের প্রধান সড়কের দক্ষিণ পাশে ধুপাকুড়া এলাকায় প্রায় ২ মাস ধরে রাস্তার মাঝখানের ব্রীজ ভেঙ্গে পড়ে। যার কারনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।মোটর সাইকেল সহ অটো রিক্সা ঝুঁকি নিয়ে পারাপারের সময় প্রায়ই ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসী সহ মধুটিলা ইকো পার্কে দেশের দুর-দুরান্ত থেকে বনভোজন ও শিক্ষা সফরে আসা যানবাহন বিপাকে পড়ছে।
সেই সাথে ব্রীজ ভাঙ্গার জন্য পার্কে প্রবেশের মাত্র ১কিঃমিঃ রাস্তা পাড়ি দিতে বিকল্প পথে প্রায় ১০/১৫ কিঃমিঃ রাস্তা ঘুরে আসতে হচ্ছে। ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কে ভ্রমনে আসা বাসের চালক রাজু মিয়া বলেন, ব্রীজ ভাঙ্গার জন্য অতিরিক্ত রাস্তা ঘুরতে সময় ও ব্যায় দুটিই বেশি লাগে।
এ নিয়ে স্থানীয় পোড়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন বলেন, নন্নীবাজার-মধুটিলা সড়কে ধুপাকুড়ায় ব্রীজ ভাঙ্গার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
এব্যাপারে-উপজেলা প্রকৌশলী(ইঞ্জিনিয়ার) আব্দুল্লাহ আল-মামুন বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই ব্রীজ ভাঙ্গার বিষয়টি অবগতির মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা পত্র পাঠানো হয়েছে।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এ সাংবাদিককে জানান, দূর্ভোগ লাঘবে ও যানবাহন চলাচলের জন্য বর্তমানে ভাঙ্গা ব্রীজটির সংস্কার কাজ চলমান।