বান্দরবান-রোয়াংছড়ি সড়কের গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
বান্দরবানে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে সড়কের পিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকালে বান্দরবান-রোয়াংছড়ি হানসামা পাড়ায় নোয়াপতং খালের উপর ৯ কেটি ৪৫ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৫০.১২ মিটারের আধুনিকমানের এই পিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্য মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুুদ্দুছ ফরাজী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম, সড়ক ও জনপদ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে হানসামা পাড়ায় মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।