গৌরীপুরে চার ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চার ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ভ্রাম্যমান আদালতে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ জরিমানা করেন। এসময় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল্লাহকে ৪ হাজার টাকা, রামগোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জনিকে ৫ হাজার টাকা, ডৌহাখলা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক সরকারকে ৬ হাজার টাকা ও একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইয়ুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সহনাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল আহমেদ, অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জায়েদুল ইসলামের প্রচার গাড়িতে অতিরক্ত মাইক ব্যবহারের অপরাধে তাদের মাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
জরিমানা ও জব্দের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোন সুযোগ নেই, এ অভিযান অব্যাহত থাকবে।