ইউপি নির্বাচনে ৬০ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬০ জন চেয়ারম্যান, ১৪৫ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪৪০ জন সাধারন সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর ২০২১) বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কাছে তাদেও মনোনয়ন পত্র দাখিল করেছেন।
১নং ধর্মঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারন সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ২নং চৌমুহনী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা সদস্য সদস্য পদে ১২ জন এবং সাধারন সদস্য পদে ৪৮জন মনোনয়ন পত্র দাখিল করেন। ৩নং বহরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন এবং সাধারন সদস্য পদে ৩৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ৪নং আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন এবং সাধারন সদস্য পদে ৩৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।৫নং আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন এবং সাধারন সদস্য পদে ৩৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৬নং শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সাধারন সদস্য পদে ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৭নং জগদীশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারন সদস্য পদে ২৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৮নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সাধারন সদস্য পদে ৩৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৯নং নোয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন এবং সাধারন সদস্য পদে ৪৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৩৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১১নং বাঘাসুরা ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৩৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে জগদীশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেনি।