শিরোনাম

South east bank ad

সড়কের কাজ করতে গিয়ে গ্যাস লাইনে লিকেজ

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, বগুড়া :

বগুড়া শহরের ফুলতলা নেকটারের সামনে পাইপ লিক হওয়ার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে প্রায় ২০ হাজার গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন। সড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে গ্যাসপাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালায় সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাসেক প্রকল্পের এসকেভেটর দিয়ে মাটি খননের কাজ করতে গিয়ে গ্যাসলাইনের পাইপ ভেঙে গেছে। এ জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

এতে বগুড়া শহরের কলোনী, লতিফপুর, মালতিনগর, ঠনঠনিয়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়াসহ উত্তর পূর্ব অংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
প্রকৌশলী দেবদীপ বড়ুয়া জানান, দুর্ঘটনার পরপর গ্যাস আমরা শাকপালা এলাকায় উপস্থিত হয়েছি। আমাদের লোকজন সমস্যা সমাধানে কাজ করছে। তবে কাজ শেষ হতে তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর জেনারেল ম্যানেজার (জিএম সিরাজগঞ্জ) ফজলে আলম জানান, বগুড়া শহরের ভেতর দিয়ে সড়কের ফোর লেনের কাজ চলছে। গ্যাসলাইন বসানোর জায়গা চিহ্নিত না করায় মাটি খননের মেশিনের ফলার আঘাতে লাইন ৮ ইঞ্চি ফেটে যায়। পিজিসিএল অতি দ্রুত গ্যাসলাইন বন্ধ করে দেয়া হয়।

সাসেক প্রকল্পের ফোর লেনের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আহসান হাবীব জানান, পশ্চিমাঞ্চলে গ্যাস কোম্পানির কাছে পাইপ লাইনে গ্যাস সরবরাহের স্থান চিহ্নিত করে না দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক সম্প্রসারণ কাজে নিয়োজিত কর্মীরা না বুঝে বোরিং এর ড্রিলিং মেশিন দিয়ে কাজ করার সময় মেশিনের আঘাতে গ্যাস লাইন ফেটে যায়। তিনি আরো জানান, গ্যাস কোম্পানি লাইনে ডিমার্কেশন ঠিক করে দিলে এমন সমস্যা হতো না। গ্যাসের লাইন সরানোর জন্য তাদের টাকা এক বছর আগে পরিশোধ করা হয়েছে। গ্যাস লাইন চিহ্নিত না হওয়া পর্যন্ত তারা তাদের কাজ বন্ধ রাখবেন।

বগুড়া বৌ বাজার এলাকায় গৃহিনী সুমি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যাসের চুলা রান্না চলাকালিন সময়ে হঠাৎ করে চুলা বন্ধ হয়ে যায়। মনে করে ছিলাম ছোটখাটো সমস্যা। পরে জানতে পারলাম গ্যাসের মেইন লাইন থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। গ্যাস না থাকায় পরিবারের সদস্যদের খাবার রান্না করতে বিপাকে পড়েছি।

এ সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি উপ মহাব্যবস্থাপক দেবদীপ বড়ুয়া অভিযোগ করে বলেন, সড়কের কাজে সবসময় আমাদের প্রতিনিধিদের রাখতে বলি। এসব বিষয়ে চিঠিও দিয়েছি সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু এ কথায় কেউ গুরুত্ব দেয় না। কাজের সময় আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থলে থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সহজ হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: