শিরোনাম

South east bank ad

কাটাখালীর পৌর মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দেশজুড়ে আলোচনায় থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (০৮ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, মেয়র আব্বাসের বিরুদ্ধে অনাস্থাপত্র, রেজুলেশনের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগেই পাঠানো হয়েছিল। এছাড়া পৌর মেয়র আব্বাস আলীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গত (১ ডিসেম্বর) গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। এরপরই মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। পরে এর আদেশ দিয়ে গতকাল ৮ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান সাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি আজ তারা পেয়েছেন বলেও জানা জেলা প্রশাসক।

এর আগে রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামে স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন। গত বৃহস্পতিবার তিনদিনের রিমান্ড শেষে মেয়র আব্বাস আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: