South east bank ad

স্বতন্ত্র প্রার্থীর পোষ্টার ছিঁড়ে পুড়ে ফেলার অভিযোগ

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কার পোষ্টার ছিঁড়ে ফেলার পর পুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) রাত আনুমানিক দুইটার দিকে সরকারি দল সমর্থক নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আকচা ইউনিয়নের বদিউজ্জামান ও শহিদুল ইসলাম বলেন,রাতের আধাঁরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভূমি দস্যু,মাছের ঘের দখলকারী সরকারি দলের মদদ পুষ্ট সুদেব ও তার সাঙ্গপাঙ্গরা ইউনিয়ন ফাড়াবাড়ির বিএনপি অফিসের সামনে অবস্থান নেয়।পরে রাত আনুমানিক দুইটার দিকে ঘোড়া মার্কার অফিসের সামনের সব পোষ্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলে। এসময় তারা হুমকি ধামকি দেয় নৌকা মার্কা ছাড়া আর কারো পোষ্টার এখানে থাকবেনা এবং নৌকা মার্কাতেই ভোট দিতে হবে।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন বাদশা জানান,এটা একটা গভীর ষড়যন্ত্র ও নেক্কার জনক কাজ করেছে তারা।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তারা ততই মারমুখী হয়ে উঠছে।এতে করে তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদান করছে বলে আমি মনে করি।তাদের উদ্দেশ্য এতে মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রে যেনো ভোট দিতে না আসে।এই ব্যাপারে সালাউদ্দিন বাদশা আইনের দ্বারস্থ হবেন বলেও জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: