শরণখোলায় সাংবাদিক এমাদুল হক শামীমের মৃত্যুতে শোক
শরণখোলা, (বাগেরহাট):
শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও সমাজের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এমাদুল হক শামীম (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।গতকাল (০৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৯টার দিকে লিভার সিরোসিস জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইসষ্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ কন্যা সহ আত্মীয় স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব আজমল হোসেন মুক্তা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আঃ মালেক রেজা, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রাকিব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ সাংবাদিক এমাদুল হক শামীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।