শিরোনাম

South east bank ad

ইস্টার্ণ ব্যাংকে ‘জাপান বিজনেস ডেস্ক’ চালু

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনা মহামারীর প্রতিকুলতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) স্বক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২২ সালে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে এমনই এক পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। জেট্রো পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৬০ শতাংশের বেশি জাপানী কোম্পানি এ দেশে তাদের ব্যাবসা আরো বিস্তৃত করতে আগ্রহী।

৯ ডিসেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানস্থ ইবিএল প্রধান কার্যালয়ে জাপান বিজনেস ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকী। তিনি এটিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন, কারন ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে জাপান- বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন যে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধিতে জাপান বিশ্বাস করে। এই দর্শনের ওপর ভিত্তি করেই দেশীয় অবকাঠামো চিত্র রূপান্তরে জাপান বাংলাদেশকে সহায়তা প্রদান করছে এবং আমাদের উন্নয়নে ভূমিকা রাখছে।

ইবিএল প্রধান নির্বাহী মনে করেন যে জাপানের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে তা অবশ্যই বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিতে পরিবর্তন আনবে।

জাপানী কোম্পানি এবং ব্যাক্তি গ্রাহকদের ওয়ান-স্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইবিএল জাপান বিজনেস ডেস্ক স্থাপন করেছে।
বিএল জাপান বিজনেস ডেস্কের ফোকাল পয়েন্ট এবং ইবিএল কমুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগের সিনিয়র ব্যবস্থাপক সিফাত জাহান জানান যে জাপানী প্রতিষ্ঠান এবং ব্যাক্তিদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত বিভিন্ন ব্যাংকিং প্রোযডাক্ট ও সেবা সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে তা [email protected] ইমেইল আইডিতে যোগাযোগ করে পাওয়া যাবে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন জাপানী প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইনকৃত বিভিন্ন প্রোডাক্ট ও সেবার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

জেট্রোর কান্ট্রি প্রতিনিধি ইউজি এন্ডোসহ কয়েকটি জাপানী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: