আইজিপি জাতীয় যুব কাবাডি বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ের (রূপসা জোন) ফাইনাল ও সমাপনি খেলা বৃহস্পতিবার সকালে (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউট (ঈদগা) ময়দানে যশোর জেলা পুলিশের আয়োজনে বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার) যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম (বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হাজী এস এম ইয়াকুব আলী। পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পুলিশ সুপার (বিশেষ) মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার (সিআইডি) রেশমা শারমিন, পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ জাহাংগীর আলম প্রমুখ।
আজকের দুটি ফাইনাল (বালক ও বালিকা) খেলার ফলাফল:
প্রথম ফাইনাল নড়াইল জেলা কাবাডি বালিকা দল বনাম ঝিনাইদহ জেলা কাবাডি বালিকা দল। নড়াইল জেলা কাবাডি বালিকা দল বড় পয়েন্টের ব্যবধানে বিজয়ী হয়, স্কোর: নড়ইল-৬৯ এবং ঝিনাইদহ-১৭।
বালকদের ফাইনালে যশোর জেলা কাবাডি বালক দল বনাম সাতক্ষীরা জেলা কাবাডি দল, অত্যন্ত শ্বাসরুদ্ধকর মাচে যশোর জেলা বালক কাবাডি দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে, স্কোর:- যশোর ৩৪ এবং সাতক্ষীরা ৩৩।