মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
মেহের মামুন, ( গোপালগঞ্জ ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, মুকসুদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও শক্তি ফাউন্ডেশনের আয়োজনে নানান কর্মসুচীর মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন দুর্নীতি বিরোধী মানব বন্ধন , আলোচনা সভা ও দুনীর্তি বিরোধী শপথনুষ্ঠান ।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনা অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা বেগম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাফিজুর রহমান চোকদার, রনধীর বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেশে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ উপস্থিত সকল অংশগ্রহণকারিদের দুনীর্তি বিরোধী শপথবাক্য পাঠ করান।
এর আগে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। এর পরে কয়েকশ জনতার উপস্থিতিতে দুর্নীতি বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়, ওই মানব বন্ধনে সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন ।