বেগম রোকেয়া দিবসে মহিলা ফোরামের আলোচনা
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
"নারী উপর ঘরে বাইরে সকল নির্যাতন বন্ধ কর" এই স্লোগানকে সামনে রেখে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা বাসদ অফিসে বেগম রোকেয়ার ১৪১ তম জন্ম ও ৮৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্র ফ্রন্টের প্রস্তুতি কাউন্সিল কমিটি আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া আজ নারীদের অনুপ্রেরণা উৎস। তিনি দেখিয়ে দিয়েছিলেন নারীদের অধিকার নারীদের লড়াই সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হয়। পুরুষতান্ত্রিক সমাজের নারীকে ধর্মীয় ফতোয়া দিয়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় কিন্তু তা হতে পারে না তাই বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামীতে ধর্ষকদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। সম্পত্তি বণ্টনে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন হয়রানিমূলক বক্তাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।