গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠির জাতীয় পতাকা র্যালি
মেহের মামুন, (গোপালগঞ্জ):
মুজিব বর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় পতাকা র্যানলী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠি এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকালে জেলা উদীচী সংসদের কার্যালয়ের সামনে থেকে লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যাীরীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট এলাকার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা দেশত্ববোধক গান পরিবেশন করেন।
এসময় জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি মো: নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহ সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।