নিখোঁজ ডলারের সন্ধানে ফুলবাড়িয়া থানা পুলিশ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ফুলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আক্তার আলী সন্স এর স্বত্ত্বাধিকারী মো: লাল মাহমুদ এর পুত্র ইমাম মেহেদী হাসান ডলার (৩০) এর সন্ধান করছে ফুলবাড়িয়া থানা পুলিশ। ১মাস আগে (৮ নভেম্বর) ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করে ডলারের পিতা লাল মাহমুদ লালু পুত্রের সন্ধানে ফুলবাড়িয়া থানার জিডি নং- ৩৫৪ তাং- ৮-১১-২০২১ইং দায়ের করেন। জিডির তদন্ত করছেন এস আই মো: আ: মান্নান।
জিডি সূত্রে জানা যায়, ইমাম মেহেদী হাসান @ ডলার কিছু দিন আগে লেখাপড়া শেষ করে পিতার ইটভাটা ও মাছের ফিসারির ব্যবসা দেখা শুনা করছিল। ৬ নভেম্বর বিকাল অনুমান ৪ টায় বাড়ী হতে বের হয়ে ছনকান্দা রোডস্থ বটতলা মসজিদ সংলগ্ন তাদের মাছের ফিসারিতে যায়।
পরবর্তীতে আর বাড়ীতে ফিরে আসে নাই। পরিবারের লোকজন ফিসারিতে খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পায়। নিখোঁজের সময় ডলার ৫ফুট ৭ ইঞ্চি উচ্চতা, গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, পড়নে ফুল টাউজার ও গিয়া রংয়ের ফুলহাতা শার্ট, পায়ে চামড়ার সেন্ডেল ছিল।
জিডির তদন্ত কর্মকর্তা এস আই মো: আ: মান্নান বলেন, পরিবারের দেওয়া তথ্যমতে আমাদের সাধ্যমত নিখোঁজের সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।