শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছেন এক প্রার্থী। বিএনপি সমর্থিত আনারস মার্কার আহসান হাবিব মঙ্গলবার রাতে বেগুন বাড়ির ঝাপড়তলী নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন,আগামী (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বর্তমান চেয়ারম্যান নৌকা মার্কার বনি আমিন,তাঁর ছেলে ও মদদপুষ্ট বাহিনী দিয়ে হাবিবের মর্থক, বন্ধু, আত্নীয় ও কর্মীদের প্রকাশ্যে রাস্তা-ঘাটে,বাড়িতে,বাজারে যাকে যেখানেই পাচ্ছে সেখানেই নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকতে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তাছাড়া নির্বাচনী কার্যক্রমে কেউ অন্তর্ভুক্ত হলে জেলে ভরবে,মারধর করবে, মেরে ফেলবে এবং গুম করবে বলে ভয়ভীতি প্রদর্শন করছে।

এছাড়া গত (৪ নভেম্বর) মাসুদ ও মুরাদের মোটরসাইকেল বানি আমিনের ছেলে পাপন লাথি দিয়ে ফেলে দেয়। ৩ নভেম্বর কামাল নামের এক সমর্থকের বাইসাইকেল পাপন গং কেড়ে নেয়। শালের হাটে এক জনসভায় আওয়ামীলীগের নেতা প্রকাশ্যে বলেন নৌকায় ভোট দিলে কেন্দ্রে আসবেন না হলে আসবেন না। হাবিব লিখিত বক্তব্যে আরও বলেন,নির্বাচন শুরুর প্রাক্কালেই তাদের এধরনের হুমকি ধামকিতে ইউনিয়নের সাধারণ ভোটার ও আমার কর্মীরা ভীত সন্ত্রস্ত ও শংকিত হয়ে পড়েছে। এতে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
হাবিব নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্নের স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলন কালে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: