ফুলবাড়িয়ায় এনজিও সমন্বয় কমিটির সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এনজিও সমন্বয় কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার সহ সরকারী-বেসরকারী এনজিও প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র ম্যানেজার জেমস বিশ্বাস ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিবিসি প্রজেক্ট ম্যানেজার যিহিস্কেল ইজারদার। পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিবিসি প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।